সন্ধ্যাগল্প
অনিরুদ্ধ সাজ্জাদ
ক্লান্ত দুপুর অলস বিকেল - সন্ধ্যা নামে
কুয়াশাঘেরা এই শীতেও - নাকটা ঘামে
আলতো ভেজা ঘাসের ভাঁজে - পা'টা ভিজে
শিহরে উঠি আপনমনে - আমিই নিজে
একটু এগোই চমকে উঠি - কার ছায়াগো!
অবচেতন বলছে ও মা! - আগেই ভাগো
হঠাৎ কেহ উঠল হেসে - খিলখিলিয়ে
রোমখাড়া সব উঠল যেন - কিলবিলিয়ে
পেছন থেকে ডাকলো কে যে - আরে দাঁড়াও!
মটকাবো ঘাঁড় একটু যদি - পা'টা বাড়াও
থমকে হঠাৎ যাই দাঁড়িয়ে - আরে এ যে!
আস্ত মানুষ ভয় দেখালো - ভুতটা সেঁজে
পাশের গাঁয়ের ইমতু না তুই? - এবার দাঁড়া!
তুইযে আমার কলজেটাকে - দিলি নাড়া
ইমতু হেসে বলল এবার - ভয় পেলি যে?
আমরা ভয়ের রাজ্যে গিয়ে - বেশ খেলি যে!
বললাম আমি তাইগো বুঝি? - মিথ্যে যে সব!
আমায় সহজ সরল পেয়ে -করছ যে রব?
আচ্ছা এবার ঝগড়া থামাও -এসব রাখো
ঐ দেখোনা চাঁদটা হাসে - জোছনা মাখো
দেখছোনা ঐ তারাগুলো - জ্বলছে কত
যায় ছড়িয়ে আলোকমালা - অবিরত
আমাদেরও স্বপ্ন এমন - অনেক আছে
এই স্বপনে আমরা বাঁচি - সবাই বাঁচে
দূর আকাশে যখন দেখি - চাঁদের হাসি
খেয়াল করে দেখিস তখন - আমরা হাসি
কখনওবা অঝর ধারায় - নামবে জল
বুঝবি সেদিন চাঁদ ঘিরেছে - মেঘের দল
একটি পেঁচা ডাকছে বসে - গাছের কোনে
এতক্ষণে আমার মুখে - রা'টুকু নেই
চাঁদের আলো ঝাপসা লাগে - ঠান্ডা নামে
অনেক হলো,এবার উঠি - আড্ডা থামে।
রাত ৯টা,
মঙ্গলবার,
(১৮-১২-২০১৮)