মন খারাপের করোনাকাল

Contributor


কেমন জানি আউলে আছি,ভাল্লাগেনা কিছু
মন খারাপ আর মুড অফ যত সব নিয়েছে পিছু
ভালো কথা শুনলেও তা ভীষন তেতো লাগে
মনটা খুবই খিটখিটে আর খুব অল্পতেই রাগে
বিরক্তিতে ফোনটা নিয়ে করছি টেপাটিপি
মনের ভেতর জমছে ক্রমে মন খারাপের ঢিপি 

পড়তে ভীষন ভালোবাসি বইটা নতুন পেলে
বই খুললেই ঘুমটা এখন ছিনিমিনি খেলে
'লস্ট সিম্বল' ধরেছিলাম বছর যখন শুরু,
পড়াটুকু শেষ হলোনা বুকটা দুরুদুরু 

এমনিতে তো ঘুম আসেনা!বলছি সেধে সেধে,
বিছানাটা কেউ রেখেছে আমার পিঠে বেঁধে!
সুর্য যখন মাথার উপর তেঁজ ছড়িয়ে যায়
দুচোখ ডলে দুহাত মেলে দিচ্ছি তখন হাই
তারপরও চোখ থাকবে তখন টকটকে লাল লাল
দেখলে ভাবি,আহ ছেলেটা ঘুমায়নিতো কাল!

এমন করে দিনটা কেটে সন্ধ্যে যখন হলো
নিজকে নিজে বোঝাই বাছা,পড়তে এবার চলো
কী পড়বো আর মন থেকেতো দেয়না কিছু সায়
আজ নয় থাক,কাল পড়বো,ফোনটা টিপি আয়,
ল্যাপটপটা অন করে নয় মুভি-টুভি দেখি,
দেখার মতো এমন কিছুই বাদ রাখিনি একি!

হিন্দি,তামিল,হলিউডের অনেক দেখা হলো
বাংলা এবার 'তকদীর'টা বানিয়েছে খুব ভালো।
 করোনাটা ভীত গেড়েছে বাইরে যাওয়া মানা
ক্যামনে বলো ঠিক রাখিগো আমার এ মনখানা?
এরই ফাকে পাহাড়-সাগর ট্যুর দিয়েছি তবু
টইটুম্বুর মন খারাপে খাচ্ছি হাবুডুবু। 

বাসায় বলে,'হচ্ছো বড়,এবার কিছু করো'
ক্যারিয়ারের চাপ নিতে আর পারছিনা, যাও সরো
মনটা তবু ছটফটে খুব,করতে কিছু হবে
জীবন সহজ করতে হলে পড়তে হবে তবে

যতোই বলো, অনিয়মের রুটিন কি আর ছাড়ে?
মন ভালো নেই আমার কেবল মন খারাপই বাড়ে।
খাওয়া ঘুম আর পড়ার বেলায় হুশ থাকেনা আর,
করোনা ও আমার মাঝে দোষটা বেশি কার?


২৫শে ডিসেম্বর ২০২০,

শুক্রবার,সন্ধ্যাঃ ৭.০০ টা।

Tags