আমার অনেক আবেগ ছিলো

Contributor
আমার অনেক আবেগ ছিলো - অনিরুদ্ধ সাজ্জাদ


এখানে নীল কাব্যের বেদনারা বাসা বাঁধে
এক খন্ড খুবলে নেয়া চাঁদে,বিলীন হয়
কিছু মধ্যাহ্নের স্বপ্ন,হারিয়ে যায়
আঠারো বয়সের সাময়িক আবেগের তাড়নায়
সেখানে তুমি ছিলে,সুখ ছিলো,ছিলো ক্ষণিকেরই;
তুমি ছিলে মোহ,কেটে গেছে
সুখ ছিলো ভ্রম,কেটে গেছে
অবশিষ্টাংশটুকু রিক্তশূণ্য আমি,আমার নির্জনতা।
এখন প্রতিটা মধ্যাহ্ন মানে নরক যন্ত্রণা।


Tags