স্বীকারোক্তি

Contributor

 

স্বীকারোক্তি  - অনিরুদ্ধ সাজ্জাদ

আমাদেরও যদি থাকে বিষাদের কিছু

ঝরা স্মৃতি, অবিরাম

যদি থাকে ক্রোধ, মনেরও বিরোধ

তবু বলি আজ থাম 

তবু বলি ভুল হয়েছে যা'হোক

মুখে যদি না'ও বলি,বলবে তা চোখ 

তবু যদি থাকি চুপ,করে মাথা নিচু

তবু যদি সব অতীতেরা নেয় পিছু

খুলে কিছু খাম,

জেনে রেখো বুকের বাঁ পাশে 

লেখা ছিলো তোমারই নাম।



Tags