অভাব

Contributor

অভাব - অনিরুদ্ধ সাজ্জাদ


রুটিনবাঁধা বিষাদ আছে কিছু

আছে কিছু ভাল্লাগেনা রোগ

হঠাৎ যদি বিষাদ ঝরে যায়

যদি হঠাৎ রোগটা সেরে যায়

আবার দেখি ধরছে ঘিরে 

তাদেরও অভাববোধ!

Tags